বাগেরহাটে ২ পৌরসভায় উৎকন্ঠায় ভোটার ও প্রার্থীরা
বাগেরহাট ও মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভোটগ্রহণ। বাগেরহাট পৌসভায় ১৫টির মধ্যে ১৪টি কেন্দ্র ও মোড়েলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রের সবকটিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
জেলার এই দুটি পৌরসভায় নির্বাচনের আগের দিন গাড়িতে আগুন দেয়া, প্রচারে বাধা দেয়া, প্রার্থী আহত হবার ঘটনাসহ চরমপন্থি সর্বহারা-সুন্দরবনের বনদস্যুদের নির্বাচনী কাজে ব্যবহার নিয়ে প্রার্থীদের রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ। এই প্রেক্ষাপটে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন ভোটার-প্রার্থীরা।
বাগেরহাট পৌরসভার ১৫টি কেন্দ্রে ৩৫ হাজার ২০৩ জন ভোটার রয়েছেন। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দলের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, বিএনপির প্রার্থী একেএম আব্দুল হাই ও জাপা প্রার্থী মির্জা আলী হাসান খোকন। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন প্রার্থী রয়েছেন।
মোরেলগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩৪৫ জন। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র অ্যাড.মনিরুল হক তালুকদারের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপির প্রার্থী বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ জব্বারের সঙ্গে। এই পৌরসভায় স্বতন্ত্র প্রাথী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সোমনাথ দে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন সদস্য নিয়োজিত রাখা হচ্ছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পেশাকে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর নজরদারি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত ও স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে।
শওকত আলী বাবু/এমজেড/আরআইপি