৬০ লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ নভেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

 

পশ্চিমবঙ্গ সংবাদদাতা

৬০ লাখ টাকার ব্রাউন সুগারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভারতের স্পেশাল অপারেশন বিভাগ। আটকদের শিলিগুড়ি মেট্রোপলিটন মাটিগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার তাদের আদালতে তোলা হয়।

আটক হলবদিলসাদ খান উত্তর ডালখোলার বাসিন্দা। মোহম্মদ ইসলাম, ইসলামপুর রামগঞ্জের বাসিন্দা। শনিবার রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মাটিগাড়া খাপরাইল মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

ওই দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ওই ব্রাউন সুগার ডালখোলা থেকে আনা হয়েছিল তবে কাকে হস্তান্তর করার উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

শহরকে মাদকমুক্ত করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।