গোপালগঞ্জে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
গোপালগঞ্জ পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় দলের অন্তত ৭ জন আহতে হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে হেলিপ্যাড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জানে আলম সিকদার কমেট ও কাউন্সিলর প্রার্থী মো. আল আমিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে শহরের নবীনবাগ এলাকায় কাউন্সিলর প্রার্থী কমেটের ভাই মিরাজ সিকদারসহ তার সমর্থকেরা নির্বাচনী প্রচারণায় আসে। এ সময় অপর কাউন্সিলর প্রার্থী আল-আমিনের সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা প্রথমে কথা কাটাকটি ও পরে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। আহত মিরাজ সিকদার (৩৮) ও রানা সিকদারকে (২৭) গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ আসলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
হুমায়ূন কবীর/এসএস/এমএস