চীনে টেলি-প্রধানের বিরুদ্ধে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৫

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকমের প্রধান চ্যাং জিওবিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি তদন্তকারী সংস্থা। চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান চায়না ইউনিকমের প্রধান চ্যাং জিওবিং।

চীনের সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন ওয়েবসাইটের দেয়া এক বিবৃতিতে বলা হয়, চ্যাং জিওবিংয়ের বিরুদ্ধে ‘শৃংখলা ভঙ্গের গুরুতর অভিযোগ’ রয়েছে।

রোববার চীনের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বর্তমানে নিখোঁজ রয়েছেন উচ্চপর্যায়ের নির্বাহী কর্মকর্তা চ্যাং। তবে তদন্ত প্রসঙ্গে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে চীনের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ৭০ জন উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়। দেশটির দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের প্রধান চ্যাং এ অভিযানের সর্বশেষ অভিযুক্ত।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।