আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ এএম, ১৭ নভেম্বর ২০২১
ছবি: আনাদোলু এজেন্সি

অডিও শুনুন

আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও বন্দি হয়েছেন।

দেশটি বলেছে, তাদের কিছু সৈন্য মারা গেছে, আর দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে।

অপরদিকে আজারবাইজান দাবি করছে, তাদের দুইজন সেনা আহত হয়েছেন।

সবশেষ মঙ্গলবার উভয় পক্ষই রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

আর্মেনিয়ান এবং রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য দেয়। তবে আজারবাইজান এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

গত বছর বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আজারবাইজান-আর্মেনিয়া। সেই লড়াইয়ে ছয় হাজার মানুষ প্রাণ হারায়।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।