পার্লারে নারী দিয়ে পুরুষের শরীর ‘ম্যাসাজ’ বন্ধ আসামে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

অনেক পার্লারেই পুরুষের শরীর ম্যাসাজ করেন নারীরা। কোথাও কোথাও উল্টোটাও দেখা যায়। আর এর ফাঁকে অনেক জায়গায় বন্ধ দরজার পেছনে পাতা হয় দেহ ব্যবসার ফাঁদ। স্পা-পার্লার-স্যালুনে এমন কর্মকাণ্ড বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করেছে আসামের গুয়াহাটি শহর কর্তৃপক্ষ।

সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের জায়গাগুলোতে আর নারীদের দিয়ে শরীর ম্যাসাজ করাতে পারবেন না পুরুষরা। পুরুষ দিয়ে নারীদের শরীর ম্যাসাজও বন্ধ। শুধু তাই নয়, সব স্পা-পার্লার-স্যালুনের দরজা হতে হবে স্বচ্ছ। অর্থাৎ ভেতরে কী চলছে তা যেন বাইরে থেকে স্পষ্ট দেখা যায়।

আনন্দবাজার পত্রিকার খবর অনুসারে, গত ১৩ নভেম্বর এ নির্দেশিকা জারি করেছে গুয়াহাটি শহর কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, নাগরিক সমাজের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রেখে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে
• স্পা-পার্লার-স্যালুনের ভেতর ম্যাসাজের জন্য আলাদা কোনো কক্ষ রাখা যাবে না।
• মূল দরজা স্বচ্ছ হতে হবে।
• বিপরীত লিঙ্গের কেউ কারও শরীর ম্যাসাজ করতে পারবে না।
• স্টিম বাথের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু বিপরীত লিঙ্গের কেউ গ্রাহককে পরিষেবা দিতে পারবে না।
• স্পা বা পার্লারে যারা যাবেন, তাদের নাম ও ফোন নম্বর সঠিকভাবে নথিভুক্ত করতে হবে।
• পার্লারে সমলিঙ্গের প্রশিক্ষিত থেরাপিস্ট নিয়োগ করতে হবে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।