উগান্ডায় জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

উগান্ডায় জোড়া আত্মঘাতী হামলায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন, এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৬ নভেম্বর) দেশটির রাজধানী কামপালায় এ হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর অনুসারে, একটি বিস্ফোরণ ঘটে উগান্ডার পার্লামেন্ট ভবনের খুব কাছে এবং দ্বিতীয়টি একটি পুলিশ স্টেশনের কাছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, এদিন জোড়া হামলা হলেও এতে অংশ নিয়েছিলেন তিন হামলাকারী।

প্রথমে এক হামলাকারী পুলিশ স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটান। এতে দুজন নিহত হন। এরপর মোটরসাইকেলে থাকা দুই হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটান। এতে মারা যান একজন।

উগান্ডার ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের নির্বাহী পরিচালক কাইল স্পেনসার বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, বোমা বিস্ফোরণে আশপাশের লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্লামেন্টে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, মানুষ কাঁদছে, সবাই এলাকাগুলো থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। সবাই অফিস থেকে বেরোতে চাচ্ছে, কিন্তু ভবনগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না।

উগান্ডার সহকারী পুলিশ মহাপরিদর্শক এডওয়ার্ড ওচম জানিয়েছেন, হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।