পল্লী কবির জন্মবার্ষিকী ১ জানুয়ারি


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

পল্লী কবি জসীম উদদীনের ১১৩তম বার্ষিকী ২০১৬ সালের ১ জানুয়ারি। ফরিদপুর শহরের উপকণ্ঠ শুকিয়ে যাওয়া কুমার নদীর তীরে কবির পৈত্রিক নিবাস গোবিন্দপুরে এই জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

ফরিদপুর জেলা প্রশাসক ও জসীম উদদীন ফাউন্ডেশন এ ব্যাপারে যৌথভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কবির ‘মাজারে’ পুষ্পমাল্য অর্পন, কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন এডিসি (সাধারণ) মো. আব্দুর রশিদ।

কবির জন্মদিন উদযাপনের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া মধ্য জানুয়ারি থেকে কবির গ্রামে একই স্থানে ১৫ দিনব্যাপী ‘জসীম পল্লী মেলা’ শুরু হবে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।