নৌকা প্রতীকের রিকশা পোড়ানোর অভিযোগ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জ শহরের সরকারি বৃন্দাবন কলেজের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের প্রচারণায় ব্যবহৃত রিকশা ও মাইকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অভিযোগে বিএনপি জামায়াতের ৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পৌর এলাকার উমেদনগরের কবির আহমেদের ছেলে সবুজ আহমেদ বাদী হয়ে রোববার সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মাঝে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনাম, অ্যাডভোকেট নূরুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু।

প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের প্রচার কাজে ব্যবহৃত একটি রিকশা মাইক নিয়ে উল্লেখিত স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।