খুলনায় থার্টি ফাস্ট নাইটে কেএমপির নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫

ইংরেজি নববর্ষ উপলক্ষে খুলনা মহানগরীর কোথাও আতশবাজি, পটকা, বিস্ফোরক ও মাদক দ্রব্যাদির বহন এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর রাতে উশৃঙ্খল আচরণের মাধ্যমে যাতে জনজীবন বিপন্ন বা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই বিবৃতিতে তিনি খুলনা মহানগর এলাকার সর্বশ্রেণির জনসাধারণকে ২০১৬ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, যে মহানগর এলাকায় আতশবাজি, বিস্ফোরক ও মাদক দ্রব্যাদির বহন বা ব্যবহারকারী এবং উশৃঙ্খল ও শান্তি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কেএমপি।

আলমগীর হান্নান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।