শর্ত ভঙ্গের দায়ে ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল


প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

ইন্টারন্যাশনাল গ্যাটওয়ের (আইজিডব্লিউ) শর্ত ভঙ্গের দায়ে চার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সোমবার বিটিআরসি‘র লিগ্যল অ্যান্ড লাইসেন্স বিভাগের পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিকে এই তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো;  নারায়নগঞ্জের গোদনাইল এলাকার কে টেলিকমিউনিকেশনস লিমিটেড , লাইসেন্স নম্বর-বিটিআরসি/এলএল/আইজিডব্লিউ(১২) কে টেলিকম/২০১২-১২, মহাখালীর রূপায়ন সেন্টারে অবস্থিত রাতুল টেলিকম লিমিটেড, লাইসেন্স নম্বর- বিটিআরসি/এলএল/আইজিডব্লিউ(১৩)/রাতুল/২০১২-১৩, গুলশানস্থ টেলেক্স লিমিটেড, লাইসেন্স নম্বর-বিটিআরসি/এলএল/আইজিডব্লিউ(৮)/ টেলেক্স/২০১২-৮, এবং পান্থপথের ভিশনটেল লিমিটেড, লাইসেন্স নম্বর-বিটিআরসি/এলএল/আইজিডব্লিউ(২০)/ভিমনটেল/২০১২-২০ ।

বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলকৃত এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্যে অনুরোধ জানানো হয়।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।