নওয়াজের মাথায় মোদির পাগড়ি


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে রাজস্থানের ঐতিহ্যবাহী গোলাপি পাগড়ি উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই গোলাপি পাগড়ি মাথায় পরা অবস্থায় নওয়াজকে দেখা গেল নাতনি মেহরুন্নিসার বিয়ের অনুষ্ঠানে। শুক্রবার কাবুল থেকে ফেরার পথে আকস্মিক পাকিস্তান সফরে গিয়ে ওই পাগড়ি উপহার দিয়েছিলেন মোদি।

এর আগে গত বছর মোদির শপথগ্রহণের সময় দুই দেশের শীর্ষ এ দুই নেতার মাঝে শাল-শাড়ির উপহার-কূটনীতি শুরু হয়েছিল। এবার হঠাৎ আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে ইসলামাবাদ সফরে নওয়াজ শরীফকে পাগরি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মাঝে দীর্ঘদিনের বৈরি সম্পর্ক অবসানে এটি ইতিবাচক ইঙ্গিত।

নওয়াজ শরীফের নাতনি মেহরুন্নিসার সঙ্গে দেশটির প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরি মুনিরের ছেলে রাহিল নতুন জীবন শুরু করেছেন। মোদির পাক সফরের দিন এই ব্যবসায়ীকে সর্বপ্রথম এগিয়ে এসে করমর্দন করতে দেখা যায়।

রোববার সন্ধ্যায় নব দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার অতিথি অংশ নেন। অনুষ্ঠানে নওয়াজের মাথায় গোলাপি রঙের একটি পাগড়ি দেখা যায়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।