ইহুদিদের উপাসনালয়ে হামলা, নিহত ৬
ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের একটি সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) ফিলিস্তিনিদের হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন ইহুদি প্রার্থনাকারী ও দুইজন হামলাকারী।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড হামলা ও নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে এর আগে পাঁচ ইসরায়েলি নিহতের কথা বলা হয়। মঙ্গলবার হার নফ সিনাগগে এই হামলার ঘটনায় সাত ইসরায়েলি আহত হয়েছেন।
হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তারা ইসরায়েল অধ্যুষিত পূর্ব জেরুজালেমের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগেই তারা সিনাগগে ঢুকে পড়ে। তবে তারা কী নিয়ে হামলায় অংশ নেয় তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রথমে বলা হয়, হামলাকারীদের কাছে বন্দুক ছিল। পরে বলা হয়, ছুরি ও কুঠার নিয়ে হামলা চালানো হয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ হামলার নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রার্থনাকারী বেসামরিক লোকদের ওপর যেই হামলা চালাক, এ হামলার নিন্দা জানানো হচ্ছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি সত্যিকারের সন্ত্রাস ও বিবেক বিবর্জিত সহিংসতা। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আব্বাসের বিরুদ্ধে এ সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনেন।
পশ্চিমতীর নিয়ন্ত্রণকারী হামাস এ ঘটনায় আনন্দ প্রকাশ করে বলেছে, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে সব সহিংসতা চালাচ্ছে তার প্রতিবাদে এটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। - আলজাজিরা