৯ নারীকে গরু দিল রুপান্তর


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

মানব সম্পদ উন্নয়নসহ নারীদের পুর্নবাসনে এগিয়ে এসেছে স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন (এনজিও) রুপান্তর খুলনা।  
 
সম্প্রতি যশোরের শার্শা উপজেলার ৯ নারীকে ৯টি গরু ও সেলাই মেশিন দিয়ে তাদের প্রাথমিক পর্যায়ে কর্মসংস্থানের আওতায় এনেছেন রুপান্তর।

এছাড়া উপজেলার লক্ষ্মনপুর, নিজামপুর, বেনাপোল বাহাদুরপুর, উলাশি, ডিহি, ইউনিয়ন থেকে বিভিন্ন প্রলোভনে পাচার হয়ে যাওয়া নারীদেরও পুর্নবাসনের আওতায় আনা হয়। দেশে ফেরা নারীদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের আওতায় আনা হবে বলে জানান, রুপান্তর খুলনার শার্শা প্রোগ্রাম অফিসার গোলাম কিবরিয়া।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে বাহাদুপুর শেখারিপোতা ও বোয়ালিয়া গ্রামের দুই নারীকে ২টি গরু হস্তান্তর করা হয়। গরু পেয়ে খুশি পাচারের শিকার দেশে ফেরা নারীরা।

নার্গিস ও নেহার বানু বলেন, আর বিদেশ যেতে চাইনা কর্ম করে সংসার চালাতে চাই। নিজ দেশের মতো সুখ শান্তি আনন্দ নেই কোথাও। মিথ্যা চাকরির আশ্বাসে ভারতে পাচার হয়ে যায় তারা। কৌশলে দিশে ফিরে এসে অনেকের জীবন জীবিকা চলছিল কষ্টে। গরু পেলেও সেলাই মেশিনে দর্জির কাজ করে সংসারে সুদিন আসবে বলে আশা করেন এসব নারী। গরু হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক মেম্বার ইউনুস আলী, শাহজাহান আলী, মশিয়ার রহমান, গোলাম কিবরিয়া প্রমুখ। পাচারের শিকার নারীদের পুর্নবাসন, চিকিৎসা, আইনি সহায়তা দিচ্ছে রুপান্তর।

জামাল হোসেন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।