গুহায় আটকে থাকা ব্যক্তি দুই দিন পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ নভেম্বর ২০২১

ব্রিটেনের সাউথ উয়েলসে পাহাড়ের গুহায় আটকা পড়া এক ব্যক্তিকে দুই দিন পর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি গুহার তিনশ মিটার নিচে আটকা পড়ে গিয়েছিলেন। ৫৪ ঘণ্টা ধরে রুদ্ধশ্বাস অভিযানের পর ওগফ ফিনন দু গুহার ভেতর থেকে স্থানীয় সময় সোমবার ৭টা ৪৫ মিনিটে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সময় শনিবার ব্রেকন বিকনের ওই গুহায় আটকা পড়েন ওই ব্যক্তি। সাউথ অ্যান্ড মিড ওয়েলস কেভ উদ্ধারকারী টিমের সদস্যরা জানান, গুহা থেকে বেরিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে উঠার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগলেও তিনি প্রফুল্ল আছেন।

দুর্ঘটনাটি দেখভালের দায়িত্বে ছিলেন গ্যারি ইভান্স নামে জরুরি বিভাগের একজন লিঁয়াজো কর্মকর্তা। ২৫০ জনের একটি টিম উদ্ধার কাজ সম্পন্ন করে দুই দিন ধরে। ২০১৮ সালে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া বাচ্চাদের উদ্ধার অভিযানে অংশ নেওয়া অনেকে এতে যুক্ত হন। বলা হচ্ছে, ওয়েলসে এটি সবচেয়ে বড় গুহা থেকে উদ্ধার অভিযানের ঘটনা।

jagonews24

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ব্রেকন বিকনে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার নামতে পারে না। ফলে অনেক কষ্টে উদ্ধার অভিযানে সফল হন উদ্ধারকর্মীরা।

ওগফ ফিনন দু নামের এই গুহার গভীরতা ৯০২ ফুট যেটি যুক্তরাজ্যের মধ্যে গভীরতার দিক দিয়ে দ্বিতীয়। সাউথ ওয়েলসের এই গুহাটি ১৯৪৬ সালে আবিষ্কৃত হয়। ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস কর্তৃপক্ষ কেভিং ক্লাবের অনুমতি সাপেক্ষেই কেবল সেখানে যেতে দেয়।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।