ফ্রান্সে তীরে আটকা পড়ে ফিন তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৭ নভেম্বর ২০২১

ফ্রান্সের উত্তরাঞ্চলের ক্যালিস বন্দরের কাছে বড় আকারের একটি তিমি মাছের মৃত্যু হয়েছে। ১৯ মিটার দীর্ঘ এ তিমিটিকে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রাণি বিশেষজ্ঞরা।

প্রায় ১৫ টন ওজনের ফিন তিমিটি আহত হওয়ার পরে নিজেই তীরে চলে আসে। যা এই অঞ্চলের একটি বিরল ঘটনা।

সিএমএনএফ প্রাণী সুরক্ষা গ্রুপের জ্যাকি কার্পুজোপোলোস বলেন, এটি ৩০ বছর বয়সী একটি নারী তিমি। অসুস্থ অবস্থায় ওই বন্দরের কাছে পৌঁছানোর পর পাথরের মধ্যে আটকা পড়ে এটির মৃত্যু হয়।

কার্পাউজোপোলোস বলেন, তিমিটিকে এমন একটি এলাকায় টেনে নিয়ে যাওয়া হবে যেখানে এটির ময়নাতদন্ত করা সম্ভব।

নীল তিমির পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রজাতির তিমি হলো ফিন তিমি বা পাখনা তিমি। প্রকৃতি সংরক্ষণবিষয়ক একটি আন্তর্জাতিক সংগঠন এ প্রজাতির তিমিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। ফ্রান্সে কয়েক প্রজাতির তিমি বাস করে বলে জান গেছে।

এই বছরের শুরুর দিকে ফ্রান্সের ভূমধ্যসাগরের দক্ষিণের সৈকতে একটি কুঁজকাটা তিমির সন্ধান মেলে।

সূত্র: এনডিটিভি, এএফপি

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।