ডোপ পাপে নিষিদ্ধ ইয়াসির


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

মাত্র কিছুদিন আগে কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন তার সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘আমার ছায়া দেখতে পাচ্ছি ইয়াসির শাহের মধ্যে।’ শুধু তাই নয় ইয়াসির শাহকে টিপস দেয়ার জন্য আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন শেন ওয়ার্ন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তানি স্পিনারকে অনুশীলন ক্যাম্পে এসে বোলিং টিপস দিতে দেখা গেছে তাকে।

সেই ইয়াসির শাহই কি না গ্রহণ করলেন নিষিদ্ধ ড্রাগস! ইংল্যান্ডের বিপক্ষেই ওয়ানডে সিরিজ চলাকালে নিষিদ্ধ ড্রাগস গ্রহণ করেছিলেন তিনি। যে কারণে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হলেন এবং সব ধরণের ক্রিকেট থেকে পাকিস্তানের এই লেগ স্পিনারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

গত ১৩ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে তার কাছ থেকে ডোপ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে রোববার আইসিসি তাদের এই সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্তের ফলে ইয়াসির আপাতত কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন না। এমনকি কোন ক্রিকেট বোর্ডের অধীনে ঘরোয়া ক্রিকেটেও অংশগ্রহণ করতে পারবেন না।

তবে তিনি তার নমুনা ‘বি’ জমা দিয়ে নতুনভাবে ডোপ পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন। সেই পরীক্ষায় যদি নিজেকে শুদ্ধ প্রমাণ করতে না পারেন, তাহলে ক্যারিয়ারের সমগ্র অর্জন নেতিবাচক হিসাবে বিবেচনা হবে এবং আইসিসি থেকে বড় ধরণের নিষেধাজ্ঞার খড়গে পরবেন ইয়াসির শাহ।  

এছাড়াও আইসিসির এই সিদ্ধান্তের বিপক্ষে আপীল করতে পারবেন ইয়াসির। সেক্ষেত্রে আগামী ১৪ দিনের মধ্যেই অ্যান্টি ডোপিং ম্যানেজারের বরাবর একটি লিখিত আবেদন জমা দিতে হবে তাকে।

সাম্প্রতিক সময়ে ইয়াসিরের পারফরমেন্স বেশ নজর কেড়েছিল সবার। অভিষেকের পর থেকে মাত্র ১২টি টেস্ট খেলে ইয়াসির নিয়েছেন ৭৬টি উইকেট। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ায় বাঁ হাতি স্পিনার হাসান রাজাকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।