জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৬ নভেম্বর ২০২১

জার্মানির রেজেন্সবার্গ ও নুরেমবার্গের মধ্যকার একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন জখম হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সকালের দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে।

হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। এছাড়া হামলার শিকারদের পরিচয় কিংবা তাদের জখমের মাত্রাও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ট্রেনটি নুরেমবার্গের দক্ষিণ-পূর্বে সেউবারসডর্ফ-এ থামানোর পর নিউমার্কেটের কাছে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।

ওবারপফাল্জ পুলিশ কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ইন্টারসিটি-এক্সপ্রেস ট্রেনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

সূত্র: রয়টার্স, আরব নিউজ

এমএসএম/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।