বড়দিনে বোকো হারামের হামলায় নিহত ১৪


প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে বড়দিনে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার বোর্নো রাজ্যের কিম্বা গ্রামে নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বন্দুকধারীরা ১৪ জনকে হত্যা করে পালিয়ে যাওয়ার আগে পুরো গ্রামে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার পর কিম্বার কয়েকশ বাসিন্দা পার্শ্ববর্তী বিউয়ে পালিয়ে গেছে। সেখানে ইতোমধ্যেই বোকো হারামের হামলায় বাস্তুচ্যুত শরণার্থীরা আশ্রয় নিয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ৩১ ডিসেম্বরের মধ্যে বোকো হারাম দেশটিতে জঙ্গিগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই এ হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের মে মাসে বুহারি দায়িত্ব গ্রহণ করেন।

গত সপ্তাহে বোকো হারামের হামলায় নাইজেরিয়ার সেনা প্রধানের বাড়ির পার্শ্ববর্তী তিনটি গ্রামের ৩০ জন নিহত হয়েছে। দেশটিতে গত ছয় বছরে আইএসের অনুসারী এই জঙ্গিগোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে আরো কয়েক হাজার মানুষ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।