জাতিসংঘ কর্মকর্তাকে ইলন মাস্কের চ্যালেঞ্জ
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সম্পদের সামান্য একটি অংশ বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসন করতে পারে—জাতিসংঘ কর্মকর্তার এমন দাবিকে চ্যালেঞ্জ করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক।
সম্প্রতি জাতিসংঘর বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ডিরেক্টর ডেভিড বিজলি বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসনে ইলন মাস্ক ও অ্যামাজনের সহ-প্রতিষ্ঠাতা জেফ বেজসের মতো ধনকুবেরদের সম্পদের সামান্য অংশ দান করে দেওয়ার আহ্বান জানান।
গত সপ্তাহে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপি প্রধান বলেছিলেন, বিশ্বজুড়ে খাদ্যসংকটে ভোগা ৪২ মিলিয়ন মানুষের সাহায্যের জন্য ৬ বিলিয়ন ডলার প্রয়োজন। এলন মাস্ক ও জেফ বেজসের একবারের দানই তাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।
গত মাসের শুরুতে করা এক টুইটেও ডেভিড বিজলি এমন দাবি করে এককালীন দানের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন৷
সেই দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টেসলা প্রধান। ইলন মাস্ক এক টুইটে জাতিসংঘ কর্মকর্তার বক্তব্যের জবাবে বলেন, যদি বিশ্ব খাদ্য কর্মসূচি স্বচ্ছতা ও খোলামেলা হিসাবের মাধ্যমে ‘কীভাবে ছয় বিলিয়ন ডলার বিশ্বের ক্ষুধা সমস্যা নিরসন করবে তা ব্যাখ্যা করতে পারে তাহলে এখনই আমি টেসলার শেয়ার বিক্রি করবো। আপনারা ব্যাখ্যা দেন।’
সূত্র: আল জাজিরা
এআরএ