আ.লীগকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ফখরুল


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সারা দেশে সন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই তারা এর ফলাফল ছিনিয়ে নিতে চায়।

শনিবার সকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী প্রচারণা ও পথসভায় পীরগঞ্জ কলেজবাজার এলাকায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমানসহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলার রানীশংকৈল পৌরসভা নির্বাচনে ২০ দল মনোনীত জামায়াতের প্রার্থী মোকারম হোসেনের প্রচারণা ও পথসভায় অংশ নেন।

রবিউল এহ্সান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।