রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের এক আবাসিক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠার ৬ দিনের মাথায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনকে আহ্বায়ক করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ও সিন্ডিকেট সদস্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেনকে সদস্য করা হয়।

অভিযুক্ত ওই শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম। অভিযোগকারী ওই ছাত্রী ভাষা (উর্দু) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থ ও ছাত্রলীগ কর্মী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠার পর শুক্রবার উপাচার্য একটি কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুত ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ‘আজ (শনিবার) এ সংক্রান্ত নির্দেশনার কাগজ পাওয়ার পরই তদন্তের কাজ শুরু করেছি। ’

প্রসঙ্গত, রোকেয়া হলে ছালত্রীগের পরিচয়ে অবৈধভাবে সিট না পাওয়ায় গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (উর্দু) প্রথম বর্ষের এক ছাত্রী ওই হলের আবাসিক শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ওই শিক্ষকের শাস্তির দাবিতে প্রথম দিন থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এদিকে গত ২২ ডিসেম্বর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে রোকেয়া হলের আবাসিক দুইজন শিক্ষক, ১০জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৬৫ জন ছাত্রীর স্বাক্ষর সংবলিত একটি প্রতিবাদলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়া হয়েছে।

রাশেদ রিন্টু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।