কুমিল্লায় শিশু সন্তান খুনের দায় স্বীকার মায়ের


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

কুমিল্লায় সৎ মায়ের হাতে নির্মমভাবে খুন হয়েছে বিজলী নামের এক শিশু সন্তান। শনিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পর তাকে জেলহাজতে পাঠােনো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ফজলুল কাদের।

এর আগে জেলার মুরাদনগর উপজেলার মেটংঘর গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মেটংঘর গ্রামের আনোয়ার হোসেনের প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এক পুত্র সন্তানসহ রাশিদাকে বিয়ে করেন। কিন্তু প্রথম স্ত্রীর রেখে যাওয়া সন্তান বিজলীকে (৮) নিয়ে সংসারে কলহ দেখা দেয়। বিজলীকে প্রায়ই নির্যাতন করতো তার সৎ মা। গত বৃহস্পতিবার রাতে সৎ মা রাশিদা বেগম পরিকল্পিতভাবে বিজলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে তার মরদেহ পুকুরে ফেলে দিয়ে বিজলী হারিয়ে গেছে বলে বাড়ির লোকজনকে জানানো হয়।

শুক্রবার দুপুরে বাড়ির লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ ঘাতক সৎ মাকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক সৎ মা হত্যার দায় স্বীকার করে শনিবার বেলা সাড়ে ১১টায় আদালতে জবানবন্দি দিয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।   

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।