ক্র্যাব অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) আয়োজিত বার্ষিক প্রতিযোগিতায় ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৫’ পেলেন জাগোনিউজ২৪.কম এর বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল। প্রিন্ট অ্যান্ড অনলাইন মিডিয়ায় মাদক বিষয় ক্যাটাগরিতে সরকারি হাসপাতালে ওষুধ বাণিজ্য নিয়ে প্রকাশিত চার পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তিনি শ্রেষ্ঠ প্রতিবেদকের এ পুরস্কার পেলেন।
আজ (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ক্রাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চলতি বছরের ১৮ থেকে ২০ সেপ্টেম্বর জাগো নিউজে প্রকাশিত চার পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনামগুলো ছিল ‘এবার এসেনশিয়াল ড্রাগসের ঠিকাদারি বাণিজ্য’ ‘সরকারি হাসপাতালে বিনামূল্যের অ্যান্টিবায়োটিক এখন দুষ্প্রাপ্য’, ‘সরকারি হাসপাতালে ফেরি করে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক’ ও ‘যত প্রেসক্রিপশন তত মুনাফা’।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন, ইত্তেফাকের সমীর কুমার দে, সমকালের শাহাদাত হোসেন পরশ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মাহবুব আলম লাভলু, বৈশাখী টেলিভিশনের দীপু সারোয়ার ও বাংলা ভিশনের দীপন নন্দী।
এ নিয়ে ৭ম বারের মতো ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন তিনি। মনিরুজ্জামান উজ্জ্বল ইতোপূর্বে অনুসন্ধানী, মানবাধিকার এবং নারী ও শিশু নির্যাতন ক্যাটাগরিতে ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৪ সালে ক্র্যাব শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার পান।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় ২০০৪, ২০০৬, ২০০৭, ২০১৪ ও ২০১৫ সালে সেরা প্রতিবেদকের পুরস্কার পান।
২০০৫ ও ২০০৭ সালে এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত শ্রেষ্ঠ প্রতিবেদন প্রতিযোগিতায় তিনি প্রিন্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ২০১২ সালে ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় (১৮ ঊর্ধ্ব) প্রিন্ট ক্যাটাগরিতে মীনা অ্যাওয়ার্ড পান।
২০০৮ সালে যক্ষা সচেতনতায় ব্র্যাক আয়োজিত শ্রেষ্ঠ প্রতিবেদন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করেন তিনি। ২০১১ সালে নিউমোনিয়া সচেতনতা সৃষ্টিতে ফেলোশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সম্মাননা পদক লাভ করেন।
দৈনিক বাংলার বাণীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মনিরুজ্জামান উজ্জ্বল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, ঢাকা ট্রিবিউন হয়ে চলতি বছরের ১ জুন বিশেষ সংবাদদাতা হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন। জাগো নিউজে যোগদানের পর তিনি ডিআরইউ ও ক্র্যাব এ দুটি সংগঠনের সেরা প্রতিবেদকের পুরস্কার পান।
উল্লেখ্য, মনিরুজ্জামান উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।
এআর/এআরএস/পিআর