ফ্রান্সে মসজিদে হামলা ও ভাঙচুর


প্রকাশিত: ০৫:৫১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার রাজধানী আজাক্কিওয়ের একটি মসজিদে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা পবিত্র কোরআন পোড়ানোরও চেষ্টা করে। স্থানীয় সময় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার আজাক্কিওতে দুর্বৃত্তদের হামলায় দু`জন দমকলকর্মী, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হন। কিছু মুসলমান ওই হামলা চালাতে পারে বলে স্থানীয় লোকজন ওই দিন রাতেই বিক্ষোভ করে। শুক্রবারও একটি বিক্ষোভের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ থেকে মসজিদে হামলা, ভাঙচুর চালানো হয়। ওই সময় বিক্ষোভকারীদের কয়েকজন কোরআন পোড়ানোর চেষ্টা করে।

আঞ্চলিক কর্মকর্তা ফ্রাঁসেয়া লালেন জানান, ৫০টি  কোরআন শরীফ বিক্ষোভকারীরা রাস্তায় ছুঁড়ে ফেলেছিল।

এএফপির খবরে বলা হয়, শুক্রবার বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন ‘আরবরা চলে যাও’, ‘এটা আমাদের বাড়ি’ ধরনের স্লোগান দেয়।

এদিকে, দুই হামলার ঘটনারই নিন্দা জানিয়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলেন, এ ধরনের হামলা ‘অগ্রহণযোগ্য অপবিত্রতা’।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কেজেনুভে মসজিদে হামলাকে ‘ধর্মীয় বিদ্বেষ ও বিদেশি আতঙ্কের’ দিকে ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।