মিয়ানমারে আবারো ভূমিধস : ৫০ জন নিহতের আশঙ্কা


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

মিয়ানমারের উত্তরাঞ্চলের একটি স্বর্ণ ও জেড খনিতে ভূমিধসের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ  নিখোঁজ রয়েছে।

শনিবার কাচিন রাজ্যের একটি সোনা ও জেড খনিতে এ ধসের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।  

হপাকান্ত শহরের প্রশাসক তিন্ত সুই মাইন্ট বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনও অর্ধ শতাধিক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে একই এলাকায় অপর এক ভূমিধসের ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।