হংকংয়ে বিক্ষোভস্থল পরিবর্তন


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১৮ নভেম্বর ২০১৪

উচ্চ আদালতের নির্দেশে হংকংয়ের সরকারি কার্যালয়ের পাশের বিক্ষোভস্থল সরিয়ে নিচ্ছে আদালতের কর্মচারীরা।

পুলিশের সহযোগিতায় আদালতের কর্মচারীরা নৌ-সেনানিবাস এলাকার সিটিক টাওয়ারের বাইরের প্রতিবদ্ধকগুলো সরিয়ে দিচ্ছে।

এদিকে, গণতন্ত্রকামী বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা এই অভিযানে বাধা দেবে না। তারা নিজেদের তাবু ও অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নেওয়া শুরু করেছেন।

উচ্চ আদালত মং ককের বিক্ষোভস্থলও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে কসওয়ে বে-এর তৃতীয় বিক্ষোভস্থল অবশ্য এখনো সরানো হয়নি।

২০১৭ সালে হংকংয়ের শীর্ষ পদ প্রধান নির্বাহী নির্বাচনে বেইজিংয়ের মনোনীত দুই বা তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে সিদ্ধান্ত নেয় চীন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চলতি বছরের অক্টোবর মাসের প্রথমদিকে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়।

প্রথমদিকে বিক্ষোভে হাজার হাজার জনতা যোগ দিলেও পরে তা কমে কয়েকশ’তে নেমে আসে। হংকং ও বেইজিং সরকার অবশ্য বরাবরই এই বিক্ষোভকে অবৈধ বলে আসছে। সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।