সরকার করিগরি শিক্ষায় নানামুখী পদক্ষেপ নিচ্ছে : আমু


প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫

বরিশালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার করিগরি শিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে এর মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

মন্ত্রী বলেন, জাতীয় উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিপ্লোমা প্রকৌশল বিভাগে আরও এক লাখ শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নিচ্ছে সরকার।

এরই ধারাবাহিকতায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন ১০ তলা ভবন নির্মাণ ও আরও বিভাগ খোলা হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলো। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে গুরুজন সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, ইনস্টিটিউট অব ডিপ্লােমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি একেএমএ হামিদ, যুগ্ম সম্পাদক খন্দকার মাইনুর রহমান, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মো. নজরুল ইসলাম নিলু।

স্বাগত বক্তৃতা করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন। মূল বক্তব্য উপস্থাপন করেন ৫০ বছর উদযাপন কমিটির সদস্য সচিব এফ, এম শাখাওয়াত হেসেন।

উল্লেখ্য, ১৯৬২ সালে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো পূর্তি উৎসব পালন করা হয়।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।