ঝিনাইদহে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা
ঝিনাইদহে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে এ জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাপালী গ্রামে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তি চিনি ও চিটাগুড় মিশিয়ে আখের পাটালি তৈরি করে আসছে। এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোনোয়ার হোসেন মোল্লা ওই গ্রামে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জাকির হোসেন কালীগঞ্জ উপজেলায় চাপালী গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জাগো নিউজকে বলেন, জব্দকৃত সমস্ত মালামাল ধ্বংস করা হয়েছে।
এসএস/আরআইপি