জম্মু-কাশ্মীরে যাচ্ছেন অমিত শাহ
ভারতে বিজেপি দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এ ঘটনার দুই বছর পর প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরে তিন দিনের সফরে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জম্মু-কাশ্মীরকে ঘিরে উন্নয়ন খতিয়ে দেখতেই কাশ্মীর যাত্রা স্বরাষ্ট্রমন্ত্রীর।
সম্প্রতি জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর ৯ সেনা নিহত হন।পুঞ্চ জেলায় গত কয়েকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে সেনা অভিযান চালানো হচ্ছে।
অমিত শাহ এমন সময় জম্মু-কাশ্মীর সফর করছেন যখন সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন অমিত শাহ।
নিরাপত্তার ইস্যু নিয়ে গোয়েন্দা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।শ্রীনগরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের মধ্যে বিমান চলাচলও উদ্বোধন করবেন অমিত শাহ।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
এসএনআর/টিটিএন/এএসএম