তালেবানের দখলে সানগিন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সানগিনের প্রায় পুরো অংশের দখল নিয়েছে তালেবান। সেখানকার একটি সেনা ক্যাম্পে কিছু সংখ্যক সরকারি সেনা আটকে পড়েছে। বুধবার পুলিশ প্রধানের কার্যালয় এবং প্রশাসনিক সদর দফতর দখল করে নেয় তালেবান। খবর বিবিসির।
সানগিনে ব্যারাকে থাকা পুলিশ কর্মকর্তা আশুকুল্লাহ বলেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন জঙ্গিদের হাতে এবং কোথাও থেকে তারা কোনো সাহায্য পাননি। সেখানকার সব রাস্তা-ঘাটের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে রয়েছে। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।
তবে আফগান সরকার বলছে, সানগিনে তুমুল লড়াই চলছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ও আফগান সেনাবাহিনীর যৌথ টহলে তালেবানের আত্মঘাতী হামলায় ছয় মার্কিন সেনা নিহত হয়। চলতি বছরে আফগানিস্তানে বিদেশি সেনাবহরে এটিই ছিল সবচেয়ে বড় আত্মঘাতী হামলা।
ন্যাটো জোটের নেতৃত্বাধীন অন্তত ১২ হাজার বিদেশি সেনা আফগানিস্তানে মোতায়েন রয়েছে।
এসআইএস/আরআইপি