বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো দক্ষিণ কোরিয়া

ওমর ফারুক হিমেল
ওমর ফারুক হিমেল ওমর ফারুক হিমেল
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২১
ছবি-সংগৃহীত

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশের ওপর আরোপিত ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং দক্ষিণ কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

দূতাবাস জানায়, কোরিয়ায় যিনি যাবেন অবশ্যই তাকে দুই ডোজ করোনার টিকা নিতে হবে এবং ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে দেশটির সরকার ভিসা আবেদনের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।