বাজিতপুরে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জের বাজিতপুরে বাইরে থেকে আটকানো একটি ঘরে আগুনে পুড়ে লিমা খাতুন নামে তিন বছরের এক শিশু মারা গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয় ইব্রাহিম নামে পাঁচ বছরের আরও এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজিতপুর উপজেলার পশ্চিম ভাগলপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানান, পশ্চিম ভাগলপুর রসু মার্কেট এলাকার বাসিন্দা রশিদ পাঠান তার দুই শিশুকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে বাইরে যান। এক সময় ঘরের কেরোসিনের কুপি থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শিশুটির মা জমিলা বেগম অন্যের বাড়িতে গৃহশ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ঘরের ভেতরে আগুনে পুড়ে মারা যায় শিশু লিমা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তার বড় ভাই ইব্রাহিমকে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে বসতঘরটি পুড়ে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে শিশুটির মৃত্যু।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।