বরগুনায় ডিসি-এসপির ভোটকেন্দ্র পরিদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন উপলক্ষে বরগুনা সদর পৌরসভার বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম। বুধবার সন্ধ্যার পর তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এদিকে বরগুনার পৌর এলাকায় নির্বাচনের হাওয়া বইছে। প্রথম বারের মতো দলীয় ব্যানারে স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষিতে ভোট গ্রহণের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে আসেন। এসময় তারা আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানান।

Barguna
ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তারা উপস্থিত প্রার্থী, সমর্থক ও ভোটারদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান এবং আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলের সহযোগিতাও কামনা করেন।

এসময় তাদের সঙ্গে ছিলেন বরগুনা সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকৌশলী মো. আবদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ হোসেন পিপিএম।

মিরাজ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।