শ্রীলঙ্কায় ক্রিসমাস ট্রি নিষিদ্ধ


প্রকাশিত: ১১:১১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

বড়দিন উপলক্ষে চার্চে ক্রিসমাস ট্রি না আনতে খ্রিষ্টান পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার ক্যাথলিক নেতা। ধর্মীয় দিক থেকে এর কোন গুরুত্ব নেই বলে জানিয়েছেন তিনি।

কলম্বোর আর্চবিশপ ম্যালকম রঞ্জিত এক বিবৃতিতে বিভিন্ন চার্চের পুরোহিতদের প্রতি ‘চার্চের ভেতরে ক্রিসমাস ট্রি না আনার জন্য’ ওই আহ্বান জানান।

দেশটির জনগোষ্ঠীর অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও শ্রীলঙ্কায় ১২ লাখ ক্যাথলিক খ্রিষ্টান বসবাস করছেন। শ্রীলংকায় মোট ২ কোটি ১০ লাখ মানুষ বাস করে। বড় দিন উপলক্ষে শ্রীলঙ্কায় ২৫ ডিসেম্বর সরকারি ছুটি পালন করা হয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।