জাবি প্রক্টরের কর্মকাণ্ডে ছাত্রফ্রন্টের ক্ষোভ


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফার্মেসি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে অস্ত্রধারী হামলাকারীদের বাহিষ্কারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখা। সেই সঙ্গে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছে সংগঠনটি।

বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের দফতর সম্পাদক শহিদুল্লাহ শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ফার্মেসি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও ফাকা গুলি ছোড়ে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয়, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এক ছাত্রলীগ নেতাকে উস্কানিমূলক নির্দেশনা দিয়েছেন। যা পরবর্তীতে গোপন অডিওতে শুনা গেছে। প্রক্টরের এ ধরনের দায়িত্বহীন কর্মকাণ্ডে নেতাকর্মীরা উদ্বিগ্ন।
   
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার সঙ্গে শাখা ছাত্রলীগের এক নেতার কথোপকথনের অডিও ক্লিপের কথাবার্তা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি। অডিও ক্লিপটি আমাদের হাতেও এসেছে।”

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ক্লিপটিতে শুনা যায়  শুধুমাত্র দাওয়াত না দেয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার দায়িত্ব পালন থেক শুধু বিরতই থাকেননি বরং প্রক্টরের দায়িত্বে থেকে ওই ছাত্রলীগ নেতাকে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার মত কথাও বলেছেন।

প্রক্টর তার দায়িত্ব পালন না করে নিজে আরো ঝামেলা তৈরি করছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে প্রক্টর ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত, সেই প্রক্টর যখন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন তখন আসলে ক্যাম্পাসের সামগ্রিক কি অবস্থা তার একটা চিত্র পাওয়া যায়।”

সংগঠনটি দাবি করে, “প্রক্টরের এমন বক্তব্য শুধু দায়িত্বহীনতার পরিচয়ই নয়, বরং অশিক্ষকসুলভও। দাওয়াত না পেয়ে যদি প্রক্টর এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন তবে বুঝতে হবে তিনি নৈতিক অবস্থানে নেই।”

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।