দক্ষিণ কোরিয়াকে মার্স মুক্ত ঘোষণা


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ কোরিয়ায় মার্স ভাইরাস না থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে মরণঘাতী এ ভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাসের প্রকোপ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় দেশটির নাগরিকদের মাঝে চরম আতঙ্ক দেখা যায়। বুধবার প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিউল স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আর কোন ঝুঁকি নেই বলে জানিয়েছে। চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম মার্স ভাইরাস ধরা পড়ার প্রায় সাত মাস পর এ ঘোষণা দেয়া হলো। ২০১২ সালে প্রথম সৌদি আরবে এ ভাইরাস ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কোনো দেশে মার্স ভাইরাসে আক্রান্ত শেষ রোগী সনাক্তের চার সপ্তাহ পর নতুন কোনো রোগী না পেলে ভাইরাস মূক্ত হিসেবে ঘোষণা করা হয়। সে হিসেবে দক্ষিণ কোরিয়া এ সময় পর হয়ে গেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।