তুরস্কে বিমানবন্দরে বিস্ফোরণে নিহত ১


প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

তুরস্কের ইসতাম্বুল বিমানবন্দরে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের দুই পরিচ্ছন্ন কর্মী আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে ওই বিস্ফারণ ঘটেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসতাম্বুলের গোচেন বিমাবন্দরে ওই বিস্ফোরণ ঘটেছে। তবে বিস্ফোরণের ধরন সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি বিমানবন্দর কর্মকর্তারা।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসতাম্বুলের সাবিহা গোচেন বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফারণে বিমানের দুই পরিচ্ছন্ন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু অ্যাজেন্সি বলছে, বিস্ফারণের পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। এছাড়া বিমানে করে ওই এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণে কোনো সমস্যা নেই। বিস্ফোরণের এ ঘটনায় তদন্ত চলছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।