আদালতে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

আদালতের ভেতরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুজন। হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির কারকারদুমা আদালতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

বুধবার সকাল ১১টা দিকে কারকারদুমা আদালতে বিচারধীন এক আসামিকে আদালতে নিয়ে আসার সময় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা অন্তত ছয় রাউন্ড গুলি নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি গুলি পুলিশ কনস্টেবল রাম কুমারকে আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এছাড়া এ ঘটনায় আদালতের এক কেরানি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।