গুরুতর অপরাধে ১৬ বছরেই প্রাপ্তবয়স্ক
হত্যা, ধর্ষণ ও এসিড নিক্ষেপের মত গুরুতর অপরাধের ক্ষেত্রে অনেক সময় অপরাধী নাবালক হওয়ায় শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। সম্প্রতি দিল্লির নির্ভয়া গণধর্ষণে যুক্ত এক নাবালক অপরাধী মাত্র তিন বছর সংশোধনাগারে কাটিয়ে মুক্তি পেয়েছে। যা নিয়ে দেশটিতে বিতর্কের ঝড় ওঠেছে। তবে এবার গুরুতর অপরাধের ক্ষেত্রে অপরাধীর বয়স কমিয়ে এনেছে সরকার।
মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় গুরুতর অপরাধীদের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করার একটি বিল পাস হয়েছে। রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলেই এটি এখন আইনে পরিণত হবে।
তবে, সংশোধিত আইনটি সদ্য মুক্তি পাওয়া ধর্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ভবিষ্যতে ১৬ বছর বয়স হওয়া যেকোনো অপরাধীর ক্ষেত্রেই এ আইন প্রযোজ্য হবে।
আরএস/এমএস