নৌকা হেরে গেলে রাজনৈতিক অস্ত্র হবে বিএনপির


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন বলেছেন, সারাদেশে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তাই স্থানীয় মতানৈক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে দলের ভাবমূর্তি রক্ষা করতে হবে। আর পৌরসভার নির্বাচনে নৌকা হেরে গেলে রাজনৈতিক অস্ত্র বিএনপির হাতে চলে যাবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. ফজলে রাব্বির পক্ষে প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জমান ডাবলু, সহ-প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, নারায়ণগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, সাবেক সাংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার প্রমুখ।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।