ভারতীয় নাগরিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী এলাকার একটি চিংড়ি ঘের থেকে গোলক সরকার (৪৮) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলক সরকার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার আয়ড়া গ্রামের প্রললাদ সরকারের ছেলে।

চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদার জানান, গত ১৬ ডিসেম্বর গোলক সরকার ও তার জামাতা প্রসনজিৎ মন্ডল ভারত থেকে অবৈধভাবে বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারীতে আসে।

১৭ ডিসেম্বর প্রসনজিৎ এর বোনের বিয়ে শেষে ভোর রাতে গোলক সরকার নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি।

এ ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার দুপুরে চৌদ্দহাজারী এলাকার একটি চিংড়ি ঘেরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত গোলক সরকার ভারতীয় নাগরিক নিশ্চিত করে ওসি আরো জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত-পা বাঁধা ছিল।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।