রাশেদুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বাংলাদেশ বেতার ঢাকার সাবেক আঞ্চলিক প্রকৌশলী রাশেদুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে পরিচিত স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের যে ১০ জন প্রতিষ্ঠাতা ছিলেন রাশেদুল হাসান তাঁদের মধ্যে একজন। এই অকুতোভয় মুক্তিযোদ্ধার অবদান আজীবন দেশ ও দেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় এবং সেখানে তিনি ২২ ডিসেম্বর ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এসএ/এআরএস/এমএস