বিজেপিকে না হটানো পর্যন্ত মাথায় চুল রাখবেন না বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৬ অক্টোবর ২০২১

আগরতলা সংবাদদাতা

মাথা ন্যাড়া করে মঙ্গলবার (৫ অক্টোবর) পশ্চিমবঙ্গের কালিঘাটে গিয়ে পুজো দিলেন ত্রিপুরার বিধানসভার সদস্য ও শাসকদলীয় বিজেপির বিধায়ক আশিস দাস। ত্রিপুরার রাজনীতি নিয়ে প্রায় দু’বছর ধরেই অসন্তুষ্ট ছিলেন তিনি। সময় সুযোগ পেলে নিজের দল বিজেপির সমালোচনা করতেও ছাড়েননি। অবশেষে কালীঘাটে পুজা দিতে গিয়ে জানালেন দল ছাড়ার কথা।

বেশ কিছুদিন আগে বিজেপির অন্য আরও বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে সহমত পোষণ করে দল ছাড়ার আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে অন্যরা এগিয়ে না এলেও নিজের সিদ্ধান্ততে অবিচল থাকেন সুরমার স্পষ্টভাষী এ বিধায়ক। কয়েকদিন ধরে তিনি ত্রিপুুরা রাজ্য ত্যাগ করে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন।

এসময় তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে কী তার পরবর্তী রাজনৈতিক ঠিকানা হতে চলেছে তৃণমূল কংগ্রেস? এ বিষয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু না জানালেও ২০২৩ সালে ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করা ছাড়া তিনি আর মাথার চুল রাখতে চান না বলে সাংবাদিকদের জানান।

এমএসএম/টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।