পৌর নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার আশ্বাস স্থানীয় প্রশাসনের
যশোর পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে করণীয় সবকিছুই করা হবে বলে প্রার্থীদেরও জানিয়ে দেয়া হয়েছে।
সোমবার দুপুরে প্রার্থীদের নিয়ে এক ব্রিফিংয়ে প্রশাসনের কর্মকর্তা এমন কথা জানিয়েছে। এ সময় বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাবিনা ইয়াসমীন এবং অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক।
ব্রিফিংকালে যশোর পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী আওয়ামী লীগের জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিএনপির মারুফুল ইসলাম মারুফ, স্বতন্ত্র প্রার্থী এসএস কামরুজ্জামান চুন্নু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ আলী ছাড়াও ৪১ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, প্রচারণার সময় কাউকে কাউকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ আসছে। এছাড়া কোনো কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এসব ব্যাপারে সতর্ক না হলে জেল-জরিমানা এমনকি প্রার্থিতা বাতিলের মতো শক্ত অবস্থানে যেতেও প্রশাসন বাধ্য হবে। এছাড়া নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে দিয়ে ভোট দিতে পারেন সেজন্য যা যা করার তার সবটাই প্রশাসন করবে।
মিলন রহমান/এআরএ/আরআইপি