যৌন কেলেঙ্কারীর দায়ে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ


প্রকাশিত: ০৮:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

একাধিক যৌন হয়রানির দায়ে ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী সিলভান শ্যালম পদত্যাগ করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে পদত্যাগ করেছেন উল্লেখ করে এক চিঠিতে উপ-প্রধানমন্ত্রীর পদ থেকেও নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।

এদিকে কয়েকজন নারীকে যৌন হয়রানির এ অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। তবে শ্যালম তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। গত কয়েক বছরে একই ধরনের অভিযোগে ইসরায়েলের উচ্চ পর্যায়ের বেশ কিছু কর্মকর্তা পদত্যাগ করেছেন।

২০১১ সালে ধর্ষণের একটি মামলায় ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোসি কাতসাভকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আমির ওহামাকে নতুন মন্ত্রী হিসেবে শ্যালমের স্থলাভিষিক্ত করা হতে পারে। আর তাকে যদি এই পদে স্থলাভিষিক্ত করা হয় তাহলে ডানপন্থী ক্ষমতাসীন দলটির প্রথম সমকামী মন্ত্রী হবেন তিনি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।