নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা
নওগাঁর বদলগাছীতে সোমবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এসময় ৬.৫ মাত্রার কনকনে শীতে মানুষ জবুথবু হয়ে পড়েন।
নওগাঁয় দিনের অধিকাংশ সময় সূর্য দেখা যাচ্ছে না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কুয়াশা শুরু হয়ে পরদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত থাকছে। সন্ধ্যার পর থেকে রাস্তাঘাটে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ দেখা যায় না।
একটু উষ্ণতা পাওয়ার জন্য এ এলাকার মানুষ জড়ো হয়ে খড়কুটা দিয়ে আগুন পোহায়। প্রচণ্ড শীতে সাধারণ মানুষরা বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। তারা সর্দি, কাশি, জ্বরসহ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ শীতে কাহিল হয়ে পড়ছেন। বিভিন্ন স্থানের ফুটপাতের পুরানো কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
নওগাঁ শহরের বাঙ্গাঁবাড়ীয়া মহল্লার রকিশাচালক সমশের আলী জাগো নিউজকে জানান, সোমবার সকাল থেকে খুব ঠাণ্ডা পড়েছে। ঠাণ্ডায় লোকজন বাইরে না আসায় ভাড়া পাওয়া যাচ্ছে না। আগের তুলনায় এখন খুব কম ভাড়া হচ্ছে।
জেলা আবহাওয়া অফিস সহকারী কামাল উদ্দিন জাগো নিউজকে জানান, গত কয়েকদিনের মধ্যে সোমবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫। উত্তরে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় এ ঠাণ্ডা নেমেছে বলে জানান।
আব্বাস আলী/এমজেড/এমএস