থাইল্যান্ড যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

চলতি বছর ক্রিকেট অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার। বিপিএল শেষে যে যার মতো করে ছুটি কাটাচ্ছেন। বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফিও যাচ্ছেন ছুটিতে। রবির বিজ্ঞাপনসহ ব্যক্তিগত কিছু কাজ সেরে সোমবার স্বপরিবারে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

প্রায় এক সপ্তাহ থাইল্যান্ডে থাকবেন মাশরাফি। দেশসেরা এই ডানহাতি পেসারের সঙ্গে তার ছোট ভাই সিজারও থাইল্যান্ড যাচ্ছেন বলে জানিয়েছেন মাশরাফি। ২০১৫ সালটা মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডে দুর্দান্ত পারফর্ম করছে। আর সর্বশেষ বিপিএলের তৃতীয় আসরে মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়নও হয়েছে।

আগামী বছর মার্চ-এপ্রিলে ভারতে টি- টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে অবতীর্ণ হতে হবে প্রথম রাউন্ডে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস ছাড়াও প্রথম পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওমান। তবে প্রথম পর্বে ধর্মশালার কন্ডিশন এবং উইকেটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে, তা মনে করে মাশরাফি বলেন, `ভারতের উইকেটে বোলারদের চ্যালেঞ্জ থাকবে। কন্ডিশন কিছুটা একই রকম থাকলেও উইকেট কিন্তু সম্পূর্ণ আলাদা। তার আগে আমাদের সামনে এশিয়া কাপ আছে।`

২০১৫ প্রায় শেষের দিকে। বছরটি মূল্যায়ন করতে গিয়ে মাশরাফি বলেন, `খুব ভালো একটি বছর গেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। যদিও আমাদের জার্নিটা অনেক কঠিন ছিল। তারপরও আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি।`

তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে নড়াইল এক্সপ্রেস বলেন, `যে যাই করুক না কেন, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে হবে। বাংলাদেশের যারা তরুণ ক্রিকেটার রয়েছে সবার সামনেই উজ্জল ভবিষ্যত। আমি সবার জন্য শুভ কামনা জানাচ্ছি।`

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।