জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া স্থগিত স্লোভেনিয়ায়

রাকিব হাসান রাফি
রাকিব হাসান রাফি রাকিব হাসান রাফি , স্লোভেনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১
স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগের প্রতিবাদে রাস্তায় জনতা

জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত করেছে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া।

স্থানীয় সময় বুধবার (২৯ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্লোভেনিয়ার প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম দ্যা স্লোভেনিয়ান টাইমস। টিকা নেওয়ার পর পনেরো দিনের মাথায় ২২ বছর বয়সী এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী ইয়ানেজ পোকলুকার জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাময়িক সময়ের জন্য স্লোভেনিয়ায় জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তবে টিকা নেওয়ার পর কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে ২২ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও আমরা পুরোপুরিভাবে নিশ্চিত নই। গোটা বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন।

গ্রীষ্মের বিদায়ের সঙ্গে সঙ্গে স্লোভেনিয়াসহ আশেপাশের দেশগুলোতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর বুধবারের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এক হাজার ৩৩৯ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছেন তিন জন। দেশটিতে বর্তমানে আরটি-পিসিআর টেস্টে নমুনার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার প্রভাবে স্লোভেনিয়ায় নতুন করে সংক্রমণ বাড়ছে। তবে আর্থিক লোকসান ও জনজীবনের স্থবিরতার কথা চিন্তা করে এ মুহূর্তে সরকার লকডাউনের মতো পদক্ষেপ নিতে চাইছে না। সরকারের পক্ষ থেকে দেশটিতে বসবাসরত প্রাপ্তবয়স্ক সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার জন্য নানা পদক্ষেপের কথা বলা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো স্লোভেনিয়াও ধীরে ধীরে সর্বত্র গ্রিন পাস বাধ্যতামূলক করার পথে হাঁটছে। বিশেষত বার, রেস্টুরেন্ট, কফিশপ, পোস্ট অফিস ও ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের ক্ষেত্রে গ্রিন পাস কিংবা ৪৮ ঘণ্টা পূর্বের কোভিড নেগেটিভ সনদের প্রয়োজন হয়। কোভিড-১৯ প্রতিরোধে এখন পর্যন্ত ইউরোপীয়ান মেডিসিন্স অ্যাজেন্সি অনুমোদিত অন্যান্য ভ্যাকসিনের সাঙ্গে জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার টিকার পার্থক্য হচ্ছে, এ টিকার এক ডোজ করোনাভাইরাসের বিরুদ্ধে শতকরা ৬৬ ভাগ সুরক্ষা দেয়। অর্থাৎ এ টিকার এক ডোজ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন পাসের জন্য আবেদন করা যায়। ফলে স্লোভেনিয়ার সাধারণ জনগণের মাঝে দুই ডোজের ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের পরিবর্তে জনসন অ্যান্ড জনসনের টিকা বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। যার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে দেশটির সরকার পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরি থেকে নতুন করে জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত টিকার এক লক্ষ ডোজ আমদানির ঘোষণা দেয়।

স্লোভেনিয়াতে এ পর্যন্ত মোট এক লাখ বিশ হাজার মানুষকে এ টিকা দেওয়া হয়েছে। এর আগেও দেশটিতে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পৃথিবীর অন্যান্য অনেক দেশে বয়স্ক রোগীদের ক্ষেত্রে জরুরিভিত্তিতে এ ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছিল, তবে স্লোভেনিয়া মুষ্টিমেয় কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে আঠারো বছরের অধিক বয়সী যে কোনো নাগরিক জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন নিতে পারতেন। যদিও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এ ভ্যাকসিনকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

এর আগে গত মার্চ মাসে রক্ত জমাট বাঁধার আশঙ্কায় স্লোভেনিয়া সরকার অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করে। অ্যাস্ট্রোজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন উভয় ভ্যাকসিন ভাইরাল ভেক্টর ফর্মুলায় তৈরি।

স্লোভেনিয়া সরকারের ভ্যাকসিন কার্যক্রম প্রকল্পের প্রধান উপদেষ্টা বোয়ানা বিওভিচ বলেছেন, জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আমাদের আরও এক সপ্তাহ গবেষণার প্রয়োজন। এরপর হয়তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো, আদৌ আমাদের এ ভ্যাকসিনের প্রয়োগ পুরোপুরিভাবে বন্ধ করা উচিত কি না। তবে বর্তমানে আমরা ফাইজার ও বায়োএনটেক এবং মডার্না উদ্ভাবিত এমআরএনএ ভ্যাকসিনের সাহায্যে পুরো টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।