টানা আট দিনে গড়াল সূচকের পতন


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

টানা আট দিন গড়াল দেশের শেয়ারবাজারের সূচক পতন। এর ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সব ধরনের সূচকের পতন হয়েছে। দিন শেষে দর হারিয়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। তবে উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। গত ৭ ডিসেম্বর থেকে টানা দর পতন হচ্ছে শেয়ারবাজারে।  

বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের পতনের ধারাবাহিকতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭১৪ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৬১ কোটি টাকা বেশি । বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৯১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৭৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৩টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।